Saturday, 17 November 2012

ডিম






ভূতগুলো কালো কালো
ডিম হলো নীল,
প্রতি রাতে ডিম খেয়ে
উড়ে গেল চিল।

বড় বড় দাড়ি তার
ফোটে না তো ছানা,
ডালে ডালে ঝুলে ঝুলে
ছানা ধরা মানা।

মাথা নেই-দাঁত আছে
প্রতি রাতে হাসে
বারো মাসে লোকমুখে
এই কথা ভাসে।

No comments:

Post a Comment