Bangladesh



রাজধানী ঢাকা দক্ষিণ
বৃহত্তম শহর রাজধানী
রাষ্ট্রীয় ভাষাসমূহ বাংলা
সরকার সংসদীয় গণতন্ত্র
 -  রাষ্ট্রপতি জিল্লুর রহমান
 -  প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্বাধীনতা পাকিস্তান থেকে 
 -  ঘোষিত ২৬ মার্চ ১৯৭১ 
 -  বিজয় দিবস ১৬ ডিসেম্বর ১৯৭১ 
আয়তন
 -  মোট ১৪৭,৫৭০ বর্গকিমি (৯৪তম)
৫৫,৫৯৯ বর্গমাইল 
 -  জলভাগ (%) ৭.০
জনসংখ্যা
 -  ২০১০ আনুমানিক ১৬.৪৪ কোটি (৭ম)
 -  ২০০১ আদমশুমারি ১২৯,২৪৭,২৩৩ 
 -  ঘনত্ব ১০৯৯ /বর্গকিমি (৫ম)
২৯১৮ /বর্গমাইল
জিডিপি (পিপিপি) ২০০৯ আনুমানিক
 -  মোট $২৪২.১৮ বিলিয়ন (৪৫তম)
 -  মাথাপিছু $১,৪৭০.৩৮ (১৫২তম)
জিনি (২০০৫) ৩৩.২
এইচডিআই (২০০৭) Green Arrow Up Darker.svg ০.৫৪৩ (১৪৬তম)
মুদ্রা টাকা (বিডিটি)
সময় স্থান বিএসটি (ইউটিসি+৬)
ইন্টারনেট টিএলডি .বিডি
কলিং কোড ৮৮০ (সাবকোডসমূহ)




বাংলাদেশের বিভাগীয় মানচিত্র
বাংলাদেশ ৭টি প্রশাসনিক বিভাগে বিভক্ত । এগুলো হল: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসিলেট এবং রংপুর। প্রতিটি বিভাগে রয়েছে অনেকগুলো জেলা। বাংলাদেশের মোট জেলার সংখ্যা ৬৪টি। জেলার চেয়ে ক্ষুদ্রতর প্রশাসনিক অঞ্চলকে উপজেলা বা থানা বলা হয়। সারাদেশে উপজেলা রয়েছে ৫০৭টি। এই থানাগুলো ৪,৪৮৪টি ইউনিয়নে; ৫৯,৯৯০টি মৌজায় এবং ৮৭,৩১৯টি গ্রামে বিভক্ত। বিভাগ, জেলা ও থানা পর্যায়ের প্রশাসনে কোনো নির্বাচিত কর্মকর্তা নেই; সরকার নিযুক্ত প্রশাসকদের অধীনে এসব অঞ্চল পরিচালিত হয়ে থাকে। ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ডগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতি রয়েছে। ১৯৯৭ খ্রিস্টাব্দের আইন অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষণ করা হয়। এছাড়া শহরাঞ্চলে ৯টি সিটি কর্পোরেশন (ঢাকা-উত্তর, ঢাকা-দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ ও কুমিল্লা) এবং ২২৩টি পৌরসভা রয়েছে। এগুলোর সবগুলোতেই জনগণের ভোটে মেয়র ও জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। রাজধানী ঢাকা বাংলাদেশের বৃহত্তম শহর। অন্যান্য উল্লেখযোগ্য শহরের মধ্যে রয়েছে - চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কক্সবাজার, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, যশোর, টঙ্গী, গাজীপুরনারায়ণগঞ্জ
শহর শহরের জনসংখ্যা (২০০৮ সাল পর্যন্ত) মহানগরীর জনসংখ্যা (২০০৮ সাল পর্যন্ত)
ঢাকা ৭,০০০,৯৪০ ১২,৭৯৭,৩৯৪
চট্টগ্রাম ২,৫৭৯,১০৭ ৩,৮৫৮,০৯৩
খুলনা ৮৫৫,৬৫০ ১,৫৮৮,৪২৫
নারায়ণগঞ্জ ৮০০০,০০০ ১,৫০০,০০০
রাজশাহী ৪৭২,৭৭৫ ৭৭৫,৪৯৬
সিলেট ৪৬৩,১৯৮ -
বরিশাল ২১০,৩৭৪ -
রংপুর ২৫১,৬৯৯ -


No comments:

Post a Comment