Saturday, 22 September 2012

ভালবসার ভিখারি



আমি তো এক তুচ্ছো মানুষ
পায় নাই কোন সুখ
আপন ভাবি যাকেয় আমি
সেয় দেই দুঃখ
দুঃখ ভরা জীবন টাতে
বিশ্বাস আজ নিশ্বাসের পথে
তবু বিশ্বাস করি শুধু 
একটু ভালোবাসার খোঁজে।
জানি আমি ভালো করে
ভালোবাসা কভু আসবেনা কাছে
পায় বা না পায় কি  যায় আসে
দেখি তবু ঘুরবো পিছে
আবেগ মন চায়বে কি আর
আমি যে ভিখারি শুধুই ভালবাসার।
 

No comments:

Post a Comment