ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরতে সিগারেটের প্যাকেটের গায়ে এক যুবকের লাশের ছবি সংযোজিত হয়েছে যুক্তরাজ্যে। গত বছরের ১ অক্টোবর থেকে যুক্তরাজ্যে সিগারেটের প্যাকেটের গায়ে এ ধরনের ছবি দেখা যাচ্ছে। এ ছবি ছাড়াও সিগারেটের প্যাকেটের গায়ে উল্লেখ আছে কিভাবে সিগারেট পুরুষের যৌনক্ষমতা নষ্ট করে দেয়। এ রকম আরো কিছু লিখিত সতর্কতা ২০০৩ সাল থেকে যুক্তরাজ্যে চালু আছে। ইউরোপ মহাদেশের মধ্যে যুক্তরাজ্য প্রথম যারা পুরোদ¯ুÍর মৃত মানুষের ছবি সম্বলিত সিগারেট প্যাকেট বাজারে ছাড়লো। কানাডা অবশ্য ২০০১ সাল থেকে এ রকম কর্মকা-ের সঙ্গে জড়িত। কানাডায় এ ধরনের সিগারেটের প্যাকেট বাজারে আসতে ৩১ শতাংশ ধূমপায়ীর বোধের পরিবর্তন আসে। এদের মধ্যে ধূমপানের পরিণতি মেনে নিয়ে শতকরা ২৭ জন ধূমপান থেকে বিরত থাকেন। ধূমপান বন্ধ করতে লাশের ছবি তাদের মারাত্মকভাবে প্ররোচিত করে । যুক্তরাজ্য তাদের এ উদ্যোগের এক ধরনের প্রভাব আশা করছে। কেননা ধূমপান এককভাবে আগাম মৃত্যুহারের জন্য অন্যতম কারণ হয়ে দেখা দিয়েছে। এখন প্রতিবছর ধূমপানের কারণে শুধু ইংল্যান্ডে ৮৭ হাজার লোক মারা যান।
মৃতদেহের ছবিযুক্ত সিগারেটের পাকেট বিষয়ক সরকারি ঘোষণার পর ব্রিটেনের চিফ মেডিক্যাল অফিসার স্যার লিয়াম জেনাল্ডসন বলেন, ‘লিখিত স্বাস্থ্য সতর্কতা অনেক ধূমপায়ীকে ধূমপান বন্ধে উৎসাহিত করছে। মৃত মানুষের ছবিযুক্ত সতর্কতা অত্যন্ত নিষ্ঠুরভাবে ধূমপানের ক্ষতিকর স্বাস্থ্য পরিণতির বাস্তবতা তুলে ধরেছে। আমি মনে করি এবার ধূমপায়ীরা আরো বেশি ভাবার সুযোগ পাবে এবং স্বাস্থ্য রক্ষায় ধূমপান ছেড়ে দেবে।’ বৃহত্তর পরিসরে মৃতদেহের ছবিটি ছাড়াও সিগারেট প্যাকেটের গায়ে ১৫ ধরনের লিখিত স্বাস্থ্য সতর্কতা আবর্তিত আছে। চিত্রে বিধৃত এ রকম নিষ্ঠুর সত্যের স্বাস্থ্য সচেতনতা ২০১৫ সাল নাগাদ ব্রিটেনের অন্যান্য তামাকজাত পণ্যে দেখা যাবে। ইউরোপ মহাদেশের বাইরে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটাতে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ভারত, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, উরুগুয়ে এবং ভেনিজুয়েলায় সিগারেটের প্যাকেটে বিভিন্ন রকম গ্রাফিক ইমজে ব্যবহৃত হচ্ছে।
No comments:
Post a Comment