Saturday, 17 November 2012

তিনি তিনি R তিনি

পরের কষ্টে ব্যথিত, ইশ্!
মনে মনে বাজাবেন শিস।
দেখা হলে—কী অবস্থা?
কেমন চলছে? ভালো!
দেখতে ভীষণ ফরসা তিনি
মনটা শুধু কালো।

তিনি
ভীষণ করিতকর্মা
অফিসে খান আঙুর আপেল
রেস্টুরেন্টে শর্মা।
ভিখারিদের পেলে বলেন
এখন ক্ষমা কর মা।

তিনি
ডাঁটে ফাটে হাঁটেন চলেন
নিজের অতীত গল্প বলেন
নানান রঙে রসিয়ে
বেল বাজিয়ে ডেকে ডেকে
চোখের সামনে বসিয়ে।

তিনি
এমনই অদ্ভুত
সবার কথা আচরণে
খুঁজে বেড়ান খুঁত।
শর্ষে দেখেই ভাবেন তাতে
আছে কালো ভূত।

তিনি
সবখানে ফিটফাট
জেল মাখানো চুলে ডিসকো ছাঁট।
স্যুট সাফারি পরে থাকেন
গলায় বাঁধেন টাই
মাথাভরা বুদ্ধি, তবে—
মগজভরা ছাই।



No comments:

Post a Comment