Saturday, 1 December 2012

কি করে বোঝাব তোমাকে



ভালবাসি বললে যদি আমায় তুমি কর দোষী
তাইতো আমার ভালবাসা আমি
আমার বুকের ভিতরে পুষি ।
বুকের আশা আমার বুকেতে করে যাই লালন
স্বপ্নের ধ্বনিগুলো আমায় করে যে বারণ
নিজের স্বপ্ন তাই নিজেই দেখে
নিজেতেই আমি থাকি খুশী ।
দয়ার জন্য হাত বাড়ালে তুমি যদি দাও ফিরৎ
তবেই তো নষ্ট জীবন অন্ধকার হবে ভবিষ্যৎ
তার থেকে এই ভালো মনে হয়
দূর হতে অবলোকন করে যাব তোমার হাসি ।


1 comment: