Monday, 22 October 2012

তুমিহীনা



 তুমি বলেছিলে প্রেমে পড়লে বাগানের ফুলগুলো সব প্রজাপতি হয়ে যায়
রঙ বেরঙ এর প্রজাপতি হয়ে উড়ে বেড়ায় এদিক ওদিক...
আকাশের মেঘগুলো হয়ে যায় রঙ্গিন ঘুড়ি
সুতোহীন, কাটা ঘুড়িগুলো ভেসে বেড়ায় মনের সুখে...
দূরের শান্ত নদী ঢেউ তুলে হৃদয়ের দু-কূলে,
চোখের সামনে উড়ে বেড়ায় স্বপ্ন শালিক জোড়ায়-জোড়ায়
বিকেলটা পড়ন্ত ছায়ার মতোই মিঠে, কোকিলের কূহুতানে ভরপুর।
বলেছিলে আবেগী রাতে চাঁদ মায়াবী আলো ছড়ায়
রূপালী আলোয় থাকে শুধুই মুগ্ধতা।

কভু বলোনি তুমিহীনা প্রজাপতিসব মৃত আর
মেঘগুলো ঈশানকোনে জমে থাকা কালবৈশাখী,
শান্ত নদী আগ্রাসী হয়ে প্লাবিত করে দু-চোখ
জোড়া শালিক শিকারীর খাঁচায় পড়ে থাকে নিস্প্রান
দূপুরটা বড়ই দীর্ঘ... কোকিলসব হয়ে যায় কাক।
তুমিহীনা রাতজুড়ে থাকে অমাবস্যা
অন্ধকারে আকঁড়ে থাকি শুধুই নিস্তব্ধতা ।

No comments:

Post a Comment