Saturday, 22 September 2012

ভালবসার ভিখারি



আমি তো এক তুচ্ছো মানুষ
পায় নাই কোন সুখ
আপন ভাবি যাকেয় আমি
সেয় দেই দুঃখ
দুঃখ ভরা জীবন টাতে
বিশ্বাস আজ নিশ্বাসের পথে
তবু বিশ্বাস করি শুধু 
একটু ভালোবাসার খোঁজে।
জানি আমি ভালো করে
ভালোবাসা কভু আসবেনা কাছে
পায় বা না পায় কি  যায় আসে
দেখি তবু ঘুরবো পিছে
আবেগ মন চায়বে কি আর
আমি যে ভিখারি শুধুই ভালবাসার।
 

That Is Me


That Is Me

KOW ke valobese vula jay na.......
Tay kow k vulte Chay na..........

Mone pore sobay k......................
MONe kori sobay k.....................
 Mone Rakbo sobay k...................


jani vulte pari nay kow k................
R vulte kew parbe na amake.........

I think that is my...........................